আপনি কি নওমুসলিম বা শিশু কালে একবার হাজাম বা হাতুড়ে ডাক্তার দিয়ে মুসলমানি করিয়েছিলেন কিন্তু তা পরিপূর্ণ ভাবে হয় নি ? তাই বেশি বয়সে খতনা করানোর কথা চিন্তা করছেন কিন্তু এই বয়সে মুসলমানির নানান জটিলতা যেমন লজ্জা, ব্যাথা কিংবা চাকুরী বা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে মুসলমানি করিয়ে ১৫/২০ দিন ঘরে বসে থাকার ঝামেলার জন্য মুসলমানি করাতে পারছেন না ?
আপনার সকল সমস্যার সমাধানা আছে আমাদের ঢাকা খতনা সেন্টার এর মাইক্রো কসমেটিক মুসলমানিতে। ঢাকা খতনা সেন্টার এর পরিচালক ডাঃ কাজী সাহেব উদ্দিন সাহেব এর বড়দের মুসলমানিতে রয়েছে ৩৩ বছরের অভিজ্ঞতা।
নিচে বড়দের মুসলমানি বা বেশি বয়সে খতনা নিয়ে আমাদের সেবার বিস্তারিত আলোচনা করা হচ্ছে আশা করছি আপনি উপকৃত হবেন ইনশা আল্লাহ।
বড়দের মুসলমানি -বেশি বয়সে খতনা
বড়দের মুসলমানি বা বেশি বয়সে খতনা করানোর জন্য আধুনিক ও উপযুক্ত একটি পদ্ধতি হচ্ছে মাইক্রো কসমেটিক মুসলমানি পদ্ধতি। এই পদ্ধতিতে ১ দিনের বাচ্চা থেকে শুরু করে যে কোন বয়সের পুরুষকে বিনা ব্যাথায়, বিনা রক্তপাতে ও সম্পূর্ণ অজ্ঞান করা ব্যাতিত মুসলমানি করানো সম্ভব। শুধু সম্ভব ই না আমাদের চেম্বারে প্রায় প্রতিদিন ছোটদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মুসলমানির সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। আর বাদবেই না বা কেন আপনি যখন ব্যথা ও রক্তপাতহীন মুসলমানির সুবিধা পাচ্ছেন বং মুসলমানির পর প্যান্ট পরেই বাসায় চলে যেতে পারছেন তাহলে কেন এই সুবিধা না নিয়ে সাধারণ মুসলমানি করবেন? আমরা মনে করি বড়দের মুসলমানিতে বা বেশি বয়সে খতনা করতে প্রধান যে প্রতিবন্ধকতা তা হচ্ছে ১০/`১৫ দিন নরম কাপড় পরে বাসায় থাকা। যার ফলে সে কোন স্বাভাবিক কাজকর্ম যেমন ব্যবসা বাণিজ্য বা অফিস আদালত করতে অসুবিধা হয় এর জন্য অনেক প্রাপ্তবয়স্ক পুরুষ অতীব প্রয়োজন হলেও এসব প্রতিবন্ধকতায় মুসলমানি করতে অনাগ্রহী। তাই আপনারা যারা এসব সমস্যার সহজ সমাধান এর জন্য বড়দের মুসলমানি বা বেশি বয়সে খতনা করানোর সহজ সমাধান খুঁজছেন তাদের জন্যই আমাদের এই মাইক্রো কসমেটিক মুসলমানি।
চলুন জেনে নেই মাইক্রো কসমেটিক মুসলমানির কিছু সুবিধা সমূহ :
- সম্পূর্ণ শরীর অজ্ঞান করার প্রয়োজন হয় না।
- প্রথম দিন থেকেই গোসল করতে পারবেন।
- মুসলমানী করানোর পর কোন ড্রেসিং করার প্রয়োজন হয় না।
- মুসলমানী করানোর পর দ্বিতীয়বার ডাক্তারের কাছে আসার প্রয়োজন নেই।
- মুসলমানি করানোর পর প্রথম দিন থেকেই স্বাভাবিক কাজকর্ম করতে পারে।
আমাদের হটলাইন নাম্বারে ফোন করে এক্ষুনি আপনার মুসলমানির বুকিং নিশ্চিত করুন।
ফোন করুন : 01770 680068 অথবা 01920 984040
মুসলমানি শব্দটি বাংলাদেশের একটি বহুল প্রচলিত শব্দ। শিশু অথবা কিশোর বয়সে সকল মুসলিম ছেলেদের ই এই ” মুসলমানির” মধ্যে দিয়ে যেতে হয়। অনেক শিহু যেমন মুসলমানির কথা শুনলে ভয়ে কাতর হয়, অনেকেই আবার রোমাঞ্চিতও হয়। তবে ভয়ে কাতর শিশুর সংখ্যাই বেশি। কারণ তারা ছুরি, কাঁচি, অপারেশন সুই, সুতা, কাঁটা ছেঁড়া ইত্যাদিতে ভয় পাবে এটাই স্বাভাবিক। আর তখন মুসলমানির সনাতন পদ্ধতিও ছিল বাচ্চাদের ভয় পাওয়ার অন্যতম কারণ। আজকের পোস্টে আমরা মুসলমানি করার পদ্ধতি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করবো।
মুসলমানি করার পদ্ধতি :
# হাজং দ্বারা মুসলমানি :
২০০০ সাল এর পরবর্তী কিছু সময় পর্যন্ত গ্রামে, গঞ্জে, মফস্বলে মুসলমানির বহুল প্রচলিত ও জনপ্রিয় যে মাধ্যম ছিল তা হলো হাজং বা গোটকার মাধ্যমে মুসলমানি। সেই সময় মুসলমানির সময় অনেক আয়োজন করা হতো। বাড়িতে চলতো ধুন্ধুমার খাওয়ার আয়োজন। আত্নীয়স্বজন ও আশেপাশের প্রতিবেশীদের দাওয়াত করে খাওয়ানো হতো। সময়ের সাথে সাথে অবশ্য এখন মুসলমানির সেই আমেজ অবশ্য অনেকটাই কমে গেছে।
হাজং বা গুটকার মুসলমানি পদ্ধতি ছিলো কিছুটা সনাতন পদ্ধতিতে। তারা রোগীকে অজ্ঞান করতো না এর ফলে অনেক বাচ্চাই কিঞ্চিৎ ব্যথা অনুভব করতো এবং ভয়ে চিৎকার করতো। অনেক পুরাতন হাজং মুসলমানির জন্য বাঁশের কঞ্চি ও ব্যবহার করতো যা অনেক ধারালো থাকতো। তারা মুসলমানির পর নরম পাতলা সুতি কাপড় দিয়ে ঘা শুকানোর জন্য পাউডার দিয়ে পেঁচিয়ে দিতো।
এই মুসলমানির পরে বাচ্চাদের প্রথম কিছুদিন প্রস্রাবের সমস্যা হতো। প্রস্রাবের সময় ব্যথা অনুভব হওয়া, জ্বালাপোড়া হওয়া ছিল স্বাভাবিক ঘটনা। আর এই পদ্ধতিতে বাচ্চাদের ঘ শুকানোর জন্য নিয়মিত নেবানল জাতীয় পাউডার ব্যবহার ও ব্যথা নাশক ঔষধ সেবন করতে হতো। সব ঠিক ঠাক থাকলে ১৪- ২১ দিনের মধ্যে ঘ শুকিয়ে লিঙ্গ স্বাভাবিক অবস্থায় ফায়ার আসতো। এসময় তাদের খাবারেও কিছুটা সতর্কতা অবলম্বন করতে হতো কারণ যাদের এলার্জি জাতীয় সমস্যা থাকতো তাদের ঘ শুকাতে বেশি সময় লাগত বা ফুলে যেত।
এই পদ্ধতিতে বেশিরভাগ সময় সফল ভাবে মুসলমানি সম্পন্ন হলেও অনেক অনভিজ্ঞ হাজংয়ের অসতর্কতার জন্য অনেকে ক্ষতিগ্রস্ত ও হয়েছেন। কারো চামড়া বেশি কাটা হয়ে যেত বা কারো অনেক কম যা মুসলমানির উদ্যেশ্য পুরোপুরি ভাবে সফল করতো না। ফলে পরবর্তী সময়ে তাদের পুনরায় মুসলমানির প্রয়োজন হতো।
# ডাক্তার দ্বারা সাধারণ সার্জারি মাধ্যমে মুসলমানি :
এই পদ্ধতিতে মুসলমানিতে সচেতন পিতামাতা তখন ভরসা করতে পারতো। তাছাড়া যেসব বাচ্চা ভয় পেট বেশি বা বাবামা ও শঙ্কায় থাকতো তারা নিরাপদ থাকার জন্য ডাক্তার এর কাছে গিয়ে সাধারণ সার্জারির মাধ্যমে লিঙ্গের বারোটি অংশ কেটে মুসলমানি সম্পন্ন করতো। এই পদ্ধতি সাধারণ সার্জারি বা অপারেশন এর মতোই। বাচ্চাদের কে এনেস্থেসিয়া বা অজ্ঞান করার ইনজেকশন দিয়ে তার কোমর থেকে নিচের অংশ অবশ করে দেওয়া হতো। এর ফলে বাচ্চা অপারেশন করা নিজের চোখে দেখলেও কোন ব্যাথা অনুভব করতো না। ডাক্তাররা সমস্ত আধুনিক ও ধারালো সার্জারির যন্ত্রপাতি ব্যবহার করে বিধায় এই পদ্ধতি অনেকটাই নিরাপদ ও ঝুঁকিমুক্ত।
# আধুনিক মাইক্রো কসমেটিক মুসলমানি :
আমাদের ৩৫ বছরের অভিজ্ঞ ডাক্তার কাজী সাহাব উদ্দিন সাহেবের উদ্ভাবিত এই মাইক্রো কসমেটিক পদ্ধতি সাধারণ সার্জারি থেকেও কয়েক ধাপ উন্নত। উনার কর্মজীবনের শুরুতে নরমাল সার্জারির মাধ্যমে মুসলমানি করে থাকলেও সময়ের সাথে সাথেই তিনি অনুভব করেন মুসলমানিকে আরো সহজ ও সুন্দর করতে হবে। ভয়,ভীতি ও রক্তপাত হীন মুসলমানির পদ্ধতি উদ্ভাবনের নেশায় তিনি গবেষণা শুরু করেন এবং দীর্ঘ গবেষণার পর সফলতা লাভ করেন।
এই মাইক্রো কসমেটিক পদ্ধতিতে মুসলমানিতে বাইরে থেকে বোঝার কোন উপায় নেই যে মুসলমানি হয়েছে। মুসলমানির পর সাথে সাথেই বাচ্চা অথবা যেকোন বয়সের পুরুষ সরাসরি নিজেই হেটে হেটে বাসায় যেতে পারে। প্রাপ্ত বয়স্ক কোন মুসলমান বা অন্য ধর্মের কাউকে যদি কোন রোগের জন্য মুসলমানি করতে হয় তাহলে তারাও প্রথম দিন থেকেই তাদের অফিস, ব্যবসা বা অন্য যেকোন কাজ স্বভাবিক ভাবেই করতে পারে। সেইদিক বিবেচনা করলে এই মুসললমানি সব থেকে বেশি উপকারী প্রাপ্তবয়স্কদের জন্য।
এককথায় বলতে গেলে ভয়ভীতি, রক্তপাতহীন, ব্যথাহীন, এবং বেড রেস্ট বা অন্য কোন ঝামেলা বিহীন এই মাইক্রো কসমেটিক পদ্ধতি ইতিমিধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
এই মাইক্রো কসমেটিক মুসলমানি সম্পর্কে আরো বিস্তারিত জানতে জানতে এইখানে ক্লিক করুন। অথবা নিচের ভিডিওটি দেখুন
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=tr4smPUl3Gc&t=1s”]
Are you considering circumcision for your son? And Want To Know What Is Best Age For Circumcision?
Circumcision is a surgical procedure that removes the foreskin from the penis. It can be done at any age, but traditionally it’s most common to do it soon after birth or within the first month of life. The process is painful and so a local anesthetic will numb the area and surgery is performed while baby is still awake.
If you’re thinking about having your son circumcised, please contact us today! We offer free consultations with our board-certified urologist who specializes in male genital care. You’ll have all of your questions answered by someone who has been practicing medicine for over 35 years! Don’t wait – call now to schedule an appointment with Dr. Kazi Sahab Uddin today!
The topic of circumcision is a controversial one. There are many factors to consider when deciding if it’s right for your son. Ultimately, the decision should be yours and yours alone, but in order to help you find what you’re looking for I’ve included some pros and cons that may give you more perspective on the issue. Pros: Circumcision reduces the risk of urinary tract infections in infants, penile cancer, HIV infection during heterosexual intercourse (although there are other ways to reduce this risk), HPV transmission from an infected mother to her infant during childbirth or breastfeeding periods, genital ulcers caused by human papilloma virus (HPV) types 6 and 11; Cons: Lack of circumcision increases the risks of contracting HIV infection.
Why Is Circumcision Important
Circumcision is an important decision for parents to make. It has both health benefits and risks.The health benefits of circumcision are well known, but the procedure is still not common in many parts of the world.
Circumcision is a surgical procedure that removes the foreskin from the penis. It’s performed on newborns and infants, usually within days after birth.
Many people are not aware of the importance of circumcision in preventing penile cancer, urinary tract infections, sexually transmitted diseases, and cervical cancer.
This guide will give you all the information you need to decide whether or not circumcision is right for your family.
Circumcision According to Islam
Circumcision is called Musalmani in our country. Circumcision, the common surgery for males that has been done since time immemorial and continues to be practiced today, was first observed by Hazrat Ibrahim (AS). This Sunnah of Islam- one of many provisions handed down from prophets throughout history – remains a great obligation among Muslims around the world even after hundreds of years have passed. The significance behind circumcision can never truly be captured or understood without understanding its roots:
Circumcision is the sunnah of all prophets, and it has many benefits.
All the Prophets after Hazrat Ibrahim (AS) were circumcised, including Prophet Isa/Jesus Christ and Muhammad ibn Abdullah al-Mustafa.
Many hadiths encourage observance of this Sunnah as Imam Malik said “A man should be encouraged to have himself circumcised if he has not been already.”
When a boy reaches an age where he can understand its significance for himself or his parents to be consulted on this decision, they should seriously consider getting their son circumcised because there are so many health-related benefits that come with being circumcised which include reduced risk of contracting HIV/AIDS as well as other STDs like HPV (human papillomavirus).
According to Abu Huraira, the five innate human traits – which means natural human traits like circumcision, the use of razors under the navel, plucking of the armpits, trimming the nails, and trimming the mustache.
Pros of being circumcised
The debate over circumcision has been going on for years. Some people say that it’s a necessary procedure and others say that it is not in the best interest of the child. What does science have to say about this? The scientific community weighs in with their opinion below:
-Circumcision helps prevent urinary tract infections, which can cause kidney damage and lead to death. -Circumcised men are less likely to get HIV from unprotected sex than uncircumcised men are.(1) They also seem less likely to transmit HIV if they do become infected.(2) Circumcised men may be at reduced risk for penile cancer as well.(3) And circumcised males don’t need extra protection against sexually transmitted diseases.
What Is Best Age For Circumcision
Is your son circumcised? If not, you may be wondering what the best age for circumcision is.
The American Academy of Pediatrics (AAP) recommends that parents discuss circumcision with their pediatrician at birth, and then decide whether or not they want to circumcise their son when he is older. Circumcision can be performed on newborns within days of birth, but it can also be done later in life if desired by both parents and doctor. It’s up to you! If your child is born prematurely or has other health problems, this will affect your decision as well. Make sure to talk with your doctor about any questions or concerns you have before making a final decision on circumcision timing for your son.
We know how important it can be for parents to make an informed decision before making any major decisions about their child’s healthcare so we’ve put together everything you need to know about when it comes time for your son’s first visit with our pediatrician!
Or visit here to know “how much pain will my son experience during his surgery?” How Much Is A Circumcision For A Newborn? Do babies cry a lot after circumcision? Can a man be circumcised later in life? and many more…
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=tr4smPUl3Gc”]
Circumcision is the surgical removal of the foreskin around the head (or glans) of a male’s penis. This can be done for reasons including hygiene, medical necessity, enhancing sexual pleasure, or religious beliefs. Circumcisions are usually performed during infancy and childhood as it is considered to be safer than performing them after adolescence when males may not want it due to increased sexual activity. Circumcisions in Bangladesh are mostly undertaken for religious purposes; however they can also be carried out by parents who believe that circumcision makes boys cleaner and prevents illness.
According to Bangladeshi law, circumcision must only take place with written parental consent under general anesthesia at a hospital or clinic where facilities exist for post-operative care.
Are you looking for circumcision in Bangladesh?
Circumcision is the removal of the foreskin from the human penis. In newborns, it is typically performed by a medical professional with anesthesia on males who are unable to consent. The procedure can be done for personal or cultural reasons and may have certain health benefits associated with it. It has historically been practiced as part of a rite of passage or as a mark of slavery or ownership, although religious circumcision is most prevalent today.
সরাসরি ডাক্তার সাহেবের সাথে কথা বলুন
If you want to know circumcision cost in Bangladesh and how much does circumcisions cost in Dhaka then you are at right place because here we will provide all information about this topic so that people can easily understand what they need to do and where they should go for getting their children circumcised without any problem and complication. So if you really want your child to get circumcised then don’t worry just follow our instruction carefully and take help from us whenever required. We will guide you properly so that there won’t be any kind of problem faced by anyone while going through this process which might cause harm to them physically or mentally so try not to worry about anything just keep reading our article till end. because we have mentioned every single detail related with this topic below in this article so read out everything carefully before doing anything else. otherwise there might be some kind of mistake made by someone which could lead them towards dangerous situation therefore. please make sure that you read out whole article very carefully before doing anything else.
Circumcision Surgery Cost In Dhaka:
If you are looking for a safe and affordable circumcision service in Dhaka Bangladesh then we can help! We are the best place to get circumcised. Our doctors have over 33 years of experience and we use the latest technology to ensure your safety. You can trust us with your most precious possession, your foreskin! We will always be there for you if anything goes wrong, so don’t hesitate to call or email us at any time.
If you want a circumcision that is safe and affordable then look no further than Circumcision Cost in Dhaka. With our low prices and high quality service, it’s easy to see why people choose us every day!
We offer safe and affordable circumcisions with no side effects,no pain and bleeding at our clinic located in Kuril,kuratoli Bazar al hear tower,Dhaka. Our experienced doctors will ensure your baby’s safety throughout the process so you don’t have to worry about anything! Call us today to schedule an appointment!
Device cosmetic circumcision Price in Dhaka:
To inquire about the pricing of device cosmetic circumcision in Dhaka, please contact us directly through our hotline number.
Frequently Asked Questions:
Q 01. How Much Is A Circumcision For A Newborn?
Answer: For a complete list of our services, take a look at the packages we offer. There are plenty more details to read about in each one!
Q 02. How painful is circumcision for a newborn?
Answer: Our micro cosmetic procedure is painless and does not cause any bleeding. You can rest assured that your baby will be happy with the results of our circumcision!
Q 03. Do babies cry a lot after circumcision?
Answer: Our micro cosmetic procedure leaves no pain during or after the circumcision. There is absolutely zero possibility of any baby screaming, getting scared or crying.
Q 04. How painful is circumcision in adults?
Answer: Pain is felt in any general surgery unless anesthesia is performed. But the pain of circumcision wouldn’t be an issue for those who have had their operation with our innovative micro-cosmetic method and there are no signs or symptoms from this procedure because we use micro-cosmetic method which can make people feel nauseated afterward; it also causes less discomfort to patients overall!
Q 05. How long does it take for circumcision to heal in adults?
Answer: The new micro-cosmetic method is much more convenient and quick. You can do normal work from day one, even if you’re an adult!
Q 06. Is circumcision safe in adults?
Answer: Yes, completely safe. Our experienced doctor has also done circumcision on a 48-year old man and you can rest assured that it will be just as painless as kids!
Q 07. Can a man be circumcised later in life?
Answer: It is important to be circumcised if you have a sexually transmitted disease. That’s why doctors recommend it, and there are many people who do become circumcised even in other countries like America; however only those born into Islam need do so when they’re alive because of their religion which permits circumcision at any time during next life too! Our experienced doctor has done 47 year old male patient with good result- he won’t get any more diseases now.
Best Micro Cosmetic Circumcision In Bangladesh
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=tr4smPUl3Gc”]
Are you a Muslim man?
If so, circumcision is a must. There are many benefits to doing so. The religious benefit is to get thawab due to performing sunnat. And according to medical scientists, there are many Benefits Of Circumcision In Islam. Many diseases of the penis are reduced. That is why Jewish Christians are now circumcised.
Circumcision reduces the risk of urinary tract infection in infants by about 90% and penile cancer by about 10%. It also reduces the risk of men acquiring HIV/AIDS from an infected female partner by 50-60%, and it decreases rates of cervical cancer in their partners as well (by about 25%). In addition, circumcision can reduce genital ulcer disease and HPV transmission in males who have sex with females; this may help prevent cervical cancer among women whose male partners practice circumcision regularly after sexual debut (as per WHO). Finally, some studies suggest that men who undergo circumcision before they become sexually active may be at lower risk for developing prostate cancer later on than those who remain uncircumcised throughout life or wait until adulthood before undergoing the procedure. However, these findings require further research before any conclusions can be drawn regarding whether or not circumcision has any protective effect against prostate cancer development in men over time.
Benefits Of Circumcision In Islam
Muslims practice circumcision as-Sunnah and ibadat, which is why anyone who isn’t circumcised will be despised.
The history of circumcision originated with Hazrat Ibrahim (peace be upon him), the first person to ever get circumcised; he even got it done himself! Since then, this has been observed as sunnah Ibraheemi–the way of our Prophet Ibrahim (PBUH). And in Islam, many other traditions inherited from Ibraham are also practiced like fasting on Mondays or sacrificing animals for Eid ul Adha. It’s a continuous tradition that comes directly down to us through prophets over generations.
The grandson of Ibrahim (peace be upon him) was Yaqub. His Hebrew name is Israel, which means a servant to God. The Children Of Israel are his descendants and they later converted to Jewish Christianity because circumcision has been practiced among Jews since ancient times.
Circumcision can be done for religious reasons. It is called Musalmani in our country, perhaps because the majority of people who practice it are Muslims. They think it’s an important part of life and this belief spreads to other countries as well like ours where circumcision has become a norm among many religions including Islam, Christianity, Judaism etc…
But circumcision has been practiced in ancient Egypt since 2,300 years before the birth of Jesus. According to Grafton Elliot Smith, it was even introduced more than 15,000 years ago! It also used to be a common practice among Jews and Muslims alike.
“মুসলমানি” মুসলিমদের জন্য একটি অতি পরিচিত জীবন ঘনিষ্ঠ শব্দ। নারী, পুরুষ, ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই এই শব্দটার সাথে পরিচিত। সকলের পরিচিত হলেও বাচ্চা ছেলেদের কিশোর বয়সের এক আতঙ্কের নাম “মুসলমানি “। বাচ্ছাদের ধারণা মুসলমানি মানেই ব্যাথা, রক্তপাত, ১৫/২০ দিন ঘরবন্ধি সাথে অসহ্য ব্যাথা। হ্যাঁ, আসলেও মুসলমানি মানে তাই, কিন্তু এখন সময় পাল্টেছে। রক্তপাত, ব্যথা ধস্তাধস্তি ত দূরের কথা বাচ্চা কিছু বুঝে উঠার আগেই মাইক্রো কসমেটিক পদ্ধতিতে মুসলমানি সম্পন্ন হয়ে যায়। কি ? বিশ্বাস হচ্ছে না ? নিচের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন – মুসলমানি চলা অবস্থায় বাচ্চা কতো সাবলীলভাবে ডাক্তার সাহেবের সাথে কথা বলছে ! আর বলবেই না বা কেন ? অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যে দাদুর বয়সী ডাক্তার সাহেব তার ছোট্ট রোগীর সাথে বন্ধুত্ব করে নিয়েছে।
আজকের পোস্টে আমরা জানবো মুসলমানি কেন করা হয় এবং মুসলমানির উপকারিতা সম্পর্কে।
মুসলমানি কেন করা হয় এবং মুসলমানির উপকারিতা :
সলমান এবং মুসলমানি শব্দ ২ টি খুবই পারস্পরিক সম্পর্কিত শব্দ। সাধারণভাবে বুঝা যায় মুসলমান যারা তাদেরকেই মুসলমানি করতে হয়। ইবরাহীম (আ:) এর শরীয়ত থেকে ১০ টি সুন্নত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর শরীয়ত বা দ্বীন ইসলামে প্রবেশ করেছে এর মধ্যে একটি হলো মুসলমানি। মুসলমানদের জন্য মুসলমানি হচ্ছে শেয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শন। অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানি আবশ্যিক। যারা জন্মগতভাবে মুসলমান তাদের জন্মের পরেই অথবা শিশু কিশোর থাকা অবস্থায় ই মুসলমানি করে ফেলতে হয়। এছাড়াও যারা জীবনের যে কোন বয়সে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে দাখিল হয় তাদের জন্যও মুসলমানি অপরিহার্য। ইবনে শিহাব যুহরী রাহ. বলেন, কোন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহন করত তখন সে বড় হলেও তাকে খৎনা করার আদেশ করা হত। (আলআদাবুল মুফরাদ, হাদীস: ১২৫২)
মুসলমানদের জাতির পিতা হযরত ইবরাহীম (আ:) এর থেকে সুন্নাতে খতনা বা মুসলমানির শুরু এবং তার পরবর্তী সকল নবী রাসূল নিজেরা মুসলমানি করেছেন এবং তাদের অনুসারীদেরকে মুসলমানির নির্দেশ দিয়েছেন।
এছাড়াও নানা ধরণের রোগ থেকে বাঁচতে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য মুসলমানি বা খৎনা করানো হয়ে থাকে। হাজার হাজার বছর ধরে ইসলামে মুসলমানির বিধান চালু থাকলেও বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দ্বারাও মুসলমানির অনেক উপকারিতা প্রমাণিত হয়েছে।
আশা করি মুসললমানি কেন করা হয় তা আপনারা বুঝেছেন। এবার মুসলমানির উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবো
মুসলমানির উপকারিতা:
খতনা হল পুরুষের চামড়া অপসারণের একটি অস্ত্রোপচার পদ্ধতি, যা সাধারণত শৈশবকালে করা হয়। ধর্মীয় কারণেই মুসলমান এবং খ্রিস্টান উভয়ের শিশুদের খৎনা করা হয় কারণ খতনা তাদের ধর্মের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ফাইমোসিসের মতো কিছু রোগের জন্যও এই অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে যা মূত্রনালীর চারপাশে ফুলে যাওয়ার কারণে প্রস্রাব করার সময় ব্যথা সৃষ্টি করে।
মুসলমানি প্রায়ই বিভিন্ন পরিস্থিতিতে করা হয় যেমন একটি শিশুর আগাম চামড়া যখন তার প্যান্টের সাথে আটকে যায় এবং ফুলে যায়, বা যদি কোন শিশুর বারবার মূত্রনালীর সংক্রমণ হয়। যদি এটি বারবার হয় তবে এটি কিডনি বিকল করে দিতে পারে এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিভিন্ন সমস্যার জন্য অনেক সময় লিঙ্গের মাথার দিকের চামড়া উল্টে যায়। আর এভাবে উল্টে গেলে চামড়া টাইট হয়ে আটকে যায়। যার ফলে চামড়া আর নাড়াচাড়া করানো যায় না এবং সামনের দিকে বা পিছনের দিকে নেওয়া যায় না। এর ফলে লিঙ্গ ফুলে যায় এবং স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এমন সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ মুসলমানি করানো জরুরি হয়ে যায়।
খৎনার অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এটি লিঙ্গ ক্যান্সার প্রতিরোধ করতে পারে! গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র খতনা মুসলিম এবং খ্রিস্টান উভয়ের মধ্যে লিঙ্গ ক্যান্সার সৃষ্টি করে না। এর কারণ হল পুরুষের পুরুষাঙ্গের মাথায় সাদা পদার্থের সৃষ্টি হয় যা স্মেগমা নামে পরিচিত যা ক্যান্সার সৃষ্টি করে।
- আপনার প্রিয় সন্তানের বয়স যদি তিন বছরের উপরে হয়ে থাকে তাহলে মুসলমানি করার পূর্বে BT.CT. CBC ব্লাড টেস্ট করতে হবে এবংInj. T.Tvax I/M ইনজেকশন দিতে হবে।
- যদি তিন বছরের নিচে হয় তাহলে শুধু BT.CT.CBC blood test করতে হবে।
- আপনার বয়স যদি ত্রিশ বছরের উপরে হয়ে থাকে তাহলে BT.CT CBC. Blood suger ( F / R ) . ECG. CXR-PAV করতে হবে এবংinj. T.Tvax I/M দিতে হবে।
Dr: kazi shahabuddin
MBBS (CU)
BM&DC reg no. a-97965